কাশ্মীরের পেহেলগামে সাম্প্রতিক হামলার পর ভারত-পাকিস্তানের মধ্যে উত্তেজনা বৃদ্ধি পাওয়ায় জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেসকে ‘ভারতকে সংযত করতে’ আহ্বান জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ।
মঙ্গলবার এক টেলিফোন আলাপে গুতেরেসের সঙ্গে কথা বলেন তিনি। আলোচনায় কাশ্মীর পরিস্থিতি ও দক্ষিণ এশিয়ায় সাম্প্রতিক উত্তেজনা নিয়ে আলোচনা হয়। শাহবাজ বলেন, “ভারতের যেকোনো আগ্রাসনের জবাবে পাকিস্তান তার সার্বভৌমত্ব ও ভূখণ্ড রক্ষায় কঠোর পদক্ষেপ নেবে।”
তিনি সিন্ধু নদীর পানিকে ‘অস্ত্র’ হিসেবে ব্যবহার করতে ভারতের প্রচেষ্টার বিরোধিতা করে বলেন, “পানি নিয়ে আগ্রাসন যুদ্ধ ঘোষণার সমতুল্য।”
২২ এপ্রিল পেহেলগামে হামলায় ২৬ জন ভারতীয় পর্যটকের মৃত্যুর পর ভারত পাকিস্তানকে দায়ী করে। শাহবাজ এই অভিযোগ ‘ভিত্তিহীন’ বলে প্রত্যাখ্যান করে আন্তর্জাতিক মানের স্বচ্ছ তদন্তের দাবি জানান।
তিনি বলেন, “কাশ্মীরিদের স্বাধীনতা আন্দোলনকে সন্ত্রাসবাদ হিসেবে চিহ্নিত করে ভারত যে দমন-পীড়ন চালাচ্ছে, সেটাই প্রকৃত সন্ত্রাস।”
জাতিসংঘ মহাসচিব গুতেরেস দুই দেশের মধ্যে চলমান উত্তেজনা নিয়ে উদ্বেগ প্রকাশ করে সংঘাত এড়াতে কূটনৈতিক আলোচনার ওপর জোর দেন এবং প্রয়োজনে মধ্যস্থতাকারী হিসেবে ভূমিকা রাখার আগ্রহ জানান।
জাতিসংঘের মুখপাত্র স্টিফেন ডুজারিক জানান, গুতেরেস ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস. জয়শঙ্কর ও পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজের সঙ্গে যোগাযোগ করেছেন এবং আইনি ও শান্তিপূর্ণ পথে সমাধানের আহ্বান জানিয়েছেন।
Leave a Reply