বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, “গতবছরের গণঅভ্যুত্থানে ছাত্র ও শ্রমিকদের আত্মত্যাগে আওয়ামী ফ্যাসীবাদের পতন ঘটে। এরপরও শ্রমিকরা আজও অবহেলিত ও অধিকারবঞ্চিত।”
মহান মে দিবস উপলক্ষে বুধবার (৩০ এপ্রিল) দেওয়া এক বার্তায় তিনি এই মন্তব্য করেন।
তারেক রহমান বলেন, “শ্রমজীবী মানুষদের মর্যাদা ও অধিকার নিশ্চিত করতে হলে উৎকৃষ্ট গণতন্ত্রভিত্তিক সমাজ গঠন করতে হবে। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ও মূল্যস্ফীতির কারণে খেটে খাওয়া মানুষ এখনো চরম কষ্টে রয়েছে।”
তিনি দেশ-বিদেশে কর্মরত শ্রমজীবী মানুষকে আন্তরিক শুভেচ্ছা ও সংগ্রামী সালাম জানান এবং ১৮৮৬ সালের মে মাসে শিকাগোর হে মার্কেটের শহীদ শ্রমিকদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন।
তারেক রহমান বলেন, “শ্রমিকদের আন্দোলন ও অধিকার প্রতিষ্ঠার এই দিবস আন্তর্জাতিক শ্রমিক সংহতির প্রতীক। বিভিন্ন দেশে মিছিল-শোভাযাত্রার মাধ্যমে দিবসটি পালিত হয়। সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান নিজেকে শ্রমিক হিসেবে পরিচয় দিতে গর্ববোধ করতেন এবং শ্রমিকদের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন।”
তিনি আরও বলেন, “বিএনপি ক্ষমতায় থাকাকালে শ্রম আইন সংস্কার, গার্মেন্টস শ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণ, শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন গঠনসহ নানা উদ্যোগ নেয়া হয়েছিল। সবচেয়ে বেশি শ্রমিক থাকা পোশাক শিল্পে শহীদ জিয়ার অবদান আজও স্মরণীয়।”
শেষে তিনি বলেন, “মে দিবস কেবল উদযাপনের নয়, বরং নতুন করে শপথ নেওয়ার দিন—শোষণমুক্তির সংগ্রামকে বেগবান করার দিন। মহান মে দিবসের সকল কর্মসূচির সাফল্য কামনা করি। আল্লাহ হাফেজ, বাংলাদেশ জিন্দাবাদ।”
Leave a Reply