রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকা থেকে বিকৃত যৌন আচরণ ও তার ভিডিও ধারণ করে সামাজিক মাধ্যমে ছড়িয়ে দেওয়ার অভিযোগে দুই নারীকে গ্রেপ্তার করেছে ভাটারা থানা পুলিশ।
গতকাল বুধবার (৩০ এপ্রিল) দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। পুলিশ জানায়, একটি চক্র দীর্ঘদিন ধরে তথাকথিত বিডিএসএম কার্যক্রম পরিচালনা করে আসছিল। ওই চক্রের অংশ হিসেবে আটক দুই নারী এসব কর্মকাণ্ডে জড়িত ছিলেন বলে অভিযোগ রয়েছে।
সামাজিকমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, দুই নারী একটি কক্ষে এক ব্যক্তির উপর শারীরিক নির্যাতন চালাচ্ছেন। ভিডিওতে চাবুকসহ বিভিন্ন উপকরণ ব্যবহার করতে দেখা যায়।
অভিযানে ঘটনাস্থল থেকে বিশেষ ধরনের পোশাক, চাবুক, হাই-হিল জুতা, বুটসহ বিভিন্ন সামগ্রী জব্দ করা হয়েছে, যেগুলো এ ধরনের কার্যকলাপে ব্যবহৃত হতো বলে ধারণা করছে পুলিশ।
ভাটারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাজহারুল ইসলাম জানান, গ্রেপ্তারকৃতদের প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
Leave a Reply