গণমাধ্যমে সরকারের হস্তক্ষেপ না থাকায় বিশ্ব মুক্ত গণমাধ্যম সূচকে বাংলাদেশ এক বছরে ১৬ ধাপ অগ্রগতি করেছে বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মো. মাহফুজ আলম।
শুক্রবার (২ মে) প্যারিসভিত্তিক আন্তর্জাতিক সংস্থা রিপোর্টার্স উইদাউট বর্ডারস (আরএসএফ) প্রকাশিত ২০২৫ সালের ‘ওয়ার্ল্ড প্রেস ফ্রিডম ইনডেক্স’–এ বাংলাদেশের অবস্থান সম্পর্কে প্রতিক্রিয়া জানাতে গিয়ে তিনি এ মন্তব্য করেন।
অযোধ্যায় নতুন বাবরি মসজিদের প্রথম ইট রাখবে পাকিস্তানি সেনাবাহিনী — সিনেটর পালওয়াশা
তথ্য উপদেষ্টা বলেন, “গণমাধ্যমের স্বাধীনতা প্রতিষ্ঠায় অন্তর্বর্তী সরকার গুরুত্বপূর্ণ উদ্যোগ গ্রহণ করেছে। বাংলাদেশ বেতার, বাংলাদেশ টেলিভিশনসহ সব গণমাধ্যম প্রতিষ্ঠান এখন সরকারের প্রভাবমুক্ত। কোনো গণমাধ্যমে সরকার পক্ষ থেকে টেলিফোন করে হস্তক্ষেপ করা হচ্ছে না।”
তিনি আরও বলেন, “গণমাধ্যমকে স্বাধীন ও শক্তিশালী করতে সরকার ইতোমধ্যে নানামুখী পদক্ষেপ নিয়েছে। এ সূচকে বাংলাদেশের ১৬ ধাপ অগ্রগতি তারই প্রমাণ।”
তথ্য উপদেষ্টা জানান, গণমাধ্যম সংস্কার কমিশনের সুপারিশ অনুযায়ী খুব শিগগিরই আরও কিছু সংস্কার কার্যক্রম হাতে নেওয়া হবে।
তিনি আশা প্রকাশ করে বলেন, “আগামী বছর বিশ্ব মুক্ত গণমাধ্যম সূচকে বাংলাদেশ আরও উন্নতি করবে এবং দেশের সাংবাদিক ও গণমাধ্যমকর্মীদের অধিকার আরও বেশি সুরক্ষিত থাকবে।”
উল্লেখ্য, আরএসএফ প্রকাশিত সূচকে ২০২৫ সালে ১৮০টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান ১৪৯তম। ২০২৪ সালে এ অবস্থান ছিল ১৬৫তম। এ বছর বাংলাদেশ পেয়েছে ৩৩.৭১ নম্বর, যেখানে গত বছর প্রাপ্ত নম্বর ছিল ২৭.৬৪।
তবে ২০০৯ সালে আওয়ামী লীগ সরকার দায়িত্ব গ্রহণের সময় বাংলাদেশের অবস্থান ছিল ১২১তম। এরপর ১৫ বছরে সূচকে দেশের অবস্থান ৪৪ ধাপ পিছিয়ে যায়।
প্রতিবেশী দেশের মধ্যে এ বছর ভারতের অবস্থান ১৫১তম এবং পাকিস্তানের অবস্থান ১৫৮তম।
Leave a Reply