নারায়ণগঞ্জে পুলিশ ও রাইফেল ক্লাবের অস্ত্র লুটের ঘটনায় জনমনে এখনও উদ্বেগ বিরাজ করছে। এ প্রসঙ্গে নারায়ণগঞ্জ জেলার অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও অপারেশন) তারেক আল মেহেদী মুক্তাঙ্গঁন-কে জানান, “লুট হওয়া অস্ত্র ও গোলাবারুদ উদ্ধারে আমরা সর্বাত্মক চেষ্টা চালাচ্ছি। নিয়মিত চেকপোস্ট বসিয়ে তল্লাশি অভিযান চালানো হচ্ছে। এখন পর্যন্ত লুট হওয়া অস্ত্র কোনো অপরাধে ব্যবহার হয়নি। তবে ভবিষ্যতে যেন সেগুলো অপরাধীরা ব্যবহার করতে না পারে, সে বিষয়ে আমরা সতর্ক আছি। পাশাপাশি, অন্য অপরাধীদের কাছে থাকা অবৈধ অস্ত্রও উদ্ধার করা হচ্ছে।”
প্রফেসর ইউনূসকে দ্রুত নির্বাচন আয়োজনের আহ্বান মির্জা ফখরুলের
রাইফেল ক্লাবের অস্ত্র উদ্ধার অভিযান প্রসঙ্গে জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ক সার্কেল) মো. হাসিনুজ্জামান বলেন, “রাইফেল ক্লাবের কিছু অস্ত্র উদ্ধার হয়েছে। বাকি অস্ত্র উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে। ইতোমধ্যে মামলার তদন্ত কর্মকর্তা পরিবর্তন করা হয়েছে। দক্ষ একজন কর্মকর্তাকে দায়িত্ব দেওয়া হয়েছে যাতে উদ্ধার কার্যক্রম আরও জোরদার করা যায়।”
এ বিষয়ে নারায়ণগঞ্জ রাইফেল ক্লাবের সভাপতি ও জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা মুক্তাঙ্গন-কে বলেন, “অস্ত্র উদ্ধারে পুলিশকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে। অভিযান অব্যাহত রয়েছে এবং তারা আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে।”
Leave a Reply