জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ আওয়ামী লীগকে অবিলম্বে নিষিদ্ধ করার দাবি জানিয়েছেন। তিনি বলেন, “আওয়ামী লীগ নিষিদ্ধ করার প্রশ্নে কোনো ‘যদি’, ‘কিন্তু’ বা ‘অথবা’ নেই। অবিলম্বে স্বৈরাচারী এ দলটিকে নিষিদ্ধ করতে হবে। এটাই হবে দেশের সবচেয়ে বড় রাজনৈতিক সংস্কার।”
শনিবার (৩ মে) রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে হেফাজতে ইসলামের মহাসমাবেশে তিনি এই মন্তব্য করেন।
দেশ গড়তে ঐক্য ও আস্থার পরিবেশ জরুরি: প্রধান উপদেষ্টা ড. ইউনূস
হাসনাত বলেন, “আওয়ামী লীগ বাংলাদেশের রাজনৈতিক পরিমণ্ডলে নিজ স্থান হারিয়েছে। আবরার ফাহাদ ও শহীদ আলিফের রক্তকে উপেক্ষা করে তারা দেশে ফিরে আসতে পারবে না।”
তিনি আরও বলেন, “একাত্তর পরবর্তী সময়ে শেখ মুজিবুর রহমান বাকশাল গঠনের মাধ্যমে গণতন্ত্রের পথ রুদ্ধ করেছিলেন। চুয়াত্তরের দুর্ভিক্ষে লক্ষাধিক মানুষ প্রাণ হারায়, যার পেছনে তৎকালীন শাসকদের অব্যবস্থাপনাই দায়ী। আওয়ামী লীগ একটি রাজনৈতিক দল না, এটি একটি সন্ত্রাসী চক্রে পরিণত হয়েছে।”
শেখ হাসিনার বিরুদ্ধে আন্দোলন চলবে বলেও তিনি হুঁশিয়ারি দেন।
নারী সংস্কার প্রসঙ্গে ড. ইউনূসকে উদ্দেশ করে তিনি বলেন, “অপ্রয়োজনীয় সংস্কারের চেয়ে নারীদের সম্মান ও ধর্মীয় মূল্যবোধ বজায় রেখে প্রয়োজনীয় সংস্কার করাই জরুরি।”
উল্লেখ্য, নারী অধিকার সংস্কার কমিশনের প্রস্তাব বাতিল, শাপলা ট্র্যাজেডিসহ আওয়ামী লীগের শাসনামলে সংঘটিত বিভিন্ন ঘটনার বিচারসহ চার দফা দাবিতে রাজধানীতে এ মহাসমাবেশের আয়োজন করেছে হেফাজতে ইসলাম।
Leave a Reply