টাকা দিয়ে দলীয় মনোনয়ন বিক্রির প্রবণতা বন্ধে রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন শ্রম উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন। তিনি বলেন, “কেউ যদি ব্যবসা থেকে রাজনীতিতে আসতে চান, তাহলে অন্তত তিন বছর কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত থাকা উচিত।” নির্বাচন কমিশনেরও এ ধরনের নিয়ম চালু করা উচিত বলেও মত দেন তিনি।
শনিবার (৩ মে) বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশন (এফডিসি)-তে ‘শ্রমিক অধিকার সুরক্ষায় শ্রমিক-মালিক সম্পর্ক’ বিষয়ক ছায়া সংসদ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
হুতি প্রতিরোধ না অন্ধ প্রতিশোধ? মধ্যপ্রাচ্যে বাড়ছে সংঘাতের পরিধি
কারখানা বন্ধ হয়ে গেলে শ্রমিকদের পাওনা পরিশোধ প্রসঙ্গে উপদেষ্টা বলেন, “বন্ধ কারখানাগুলোর যন্ত্রপাতি ও মালিকের সম্পত্তি বিক্রি করে শ্রমিকদের প্রাপ্য বুঝিয়ে দেওয়ার প্রক্রিয়া চলছে। পাশাপাশি, শ্রমিকদের পাওনা মিটিয়ে যদি কোনো নতুন মালিক এসব কারখানা নিতে আগ্রহী হন, তাদের সেই সুযোগও রাখা হচ্ছে।”
রানা প্লাজা ধসের প্রসঙ্গ টেনে তিনি বলেন, “২০১৩ সালের সেই মর্মান্তিক দুর্ঘটনায় শ্রমিকদের নিরাপত্তা মারাত্মকভাবে বিঘ্নিত হয়েছিল। সে সময় সরকার যথাযথভাবে দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছে।” তিনি রেশমা উদ্ধারের ঘটনাকে ঘিরে তৈরি হওয়া বিতর্ক নিয়েও মন্তব্য করেন।
Leave a Reply