বাংলাদেশের তারকা ক্রিকেটার সাকিব আল হাসানকে রাজনীতিতে না আসার পরামর্শ দিয়েছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ। তিনি বলেন, “যদি সাকিব আমার উপদেশ শুনতেন, আজ ঢাকার রাজপথে সম্মানের সঙ্গে চলাফেরা করতে পারতেন।”
শনিবার (৩ মে) ‘বাংলাদেশ জেলা ও বিভাগীয় ক্রীড়া সংগঠক অ্যাসোসিয়েশন’-এর আত্মপ্রকাশ অনুষ্ঠানে এ মন্তব্য করেন তিনি।
দিনাজপুরের বেদানা লিচু পেল জিআই স্বীকৃতি
মেজর হাফিজ জানান, রাজনীতিতে যোগ দেওয়ার আগে সাকিব একদিন তার বাসায় গিয়ে পরামর্শ নিয়েছিলেন। তিনি বলেন, “তাকে বলেছিলাম, যা করো না করো, আওয়ামী লীগে কখনো যেয়ো না। রাজনীতিতে এখন আসাটাও উচিত নয়। সে সময় সে কিছুটা বিমর্ষ হয়েছিল। হয়তো ভেবেছিল আওয়ামী লীগে গেলে মন্ত্রী হবে।”
প্রসঙ্গত, গত বছরের জানুয়ারিতে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হয়ে মাগুরা-১ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন সাকিব আল হাসান।
অনুষ্ঠানে সাবেক ক্রিকেটার তামিম ইকবালও উপস্থিত ছিলেন। তাকেও সতর্ক করে মেজর হাফিজ বলেন, “জনপ্রিয় ক্রীড়াবিদদের উচিত একজন দক্ষ পরামর্শদাতা রাখা।”
Leave a Reply