যুক্তরাজ্যের লন্ডনে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার দেশে ফেরার তারিখ একদিন পিছিয়েছে। নির্ধারিত সময়ের একদিন পর আগামী মঙ্গলবার (৬ মে) ঢাকায় ফিরছেন তিনি।
শনিবার (৩ মে) সন্ধ্যায় বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির খান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, কাতারের আমিরের দেওয়া বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে সোমবার (৫ মে) লন্ডন থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা দেবেন খালেদা জিয়া।
সীমান্তে টিকটক করতে গিয়ে বিএসএফের হাতে আটক এসএসসি পরীক্ষার্থীসহ দুই বাংলাদেশি
বিএনপির মহাসচিবের নির্দেশে চেয়ারপারসনের চিকিৎসক ও স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেনের মাধ্যমে এ তথ্য জানানো হয়।
এর আগে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছিলেন, খালেদা জিয়া ৫ মে দেশে ফিরবেন। তার সঙ্গে দুই পুত্রবধূ—তারেক রহমানের স্ত্রী ডা. জুবাইদা রহমান ও আরাফাত রহমান কোকোর স্ত্রী সৈয়দা শামিলা রহমান—থাকার কথা রয়েছে।
গত ৮ জানুয়ারি উন্নত চিকিৎসার জন্য কাতারের আমিরের দেওয়া বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে লন্ডন যান খালেদা জিয়া। প্রথমে তিনি ভর্তি হন লন্ডন ক্লিনিকে। সেখানে ১৭ দিন ধরে চিকিৎসাধীন থাকার পর ২৫ জানুয়ারি থেকে বড় ছেলে তারেক রহমানের বাসায় অবস্থান করে চিকিৎসা নিচ্ছেন।
Leave a Reply