রাজধানীর পুরানা পল্টনে অবস্থিত সাব্বির টাওয়ারের সর্বোচ্চ তলায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শনিবার (৩ মে) রাত সাড়ে ৮টার দিকে এ আগুনের সূত্রপাত ঘটে।
ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট কাজ করছে।
সূর্য আজ গাজার রক্তে লাল,দাবানলে জ্বলছে ইসরায়েল
স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান, রাত ৮টা ২৫ মিনিটের দিকে ভবনটির ওপরের তলায় আগুন দেখতে পান তারা। এরপরই ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয়।
এখনো পর্যন্ত এই অগ্নিকাণ্ডে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে বিস্তারিত জানার চেষ্টা চলছে।
Leave a Reply