বলিউডে অনেক তারকাই পারিবারিকভাবে একে অপরের সঙ্গে সম্পর্কযুক্ত। সেই ধারাতেই বর্তমান সময়ের জনপ্রিয় অভিনেত্রী আলিয়া ভাট এবং চিত্রনায়ক ইমরান হাশমি দূর সম্পর্কের ভাই-বোন। যদিও তারা বহু বছর ইন্ডাস্ট্রিতে সক্রিয়, এবং উভয়েরই রয়েছে সফল ক্যারিয়ার, তবে এখনও পর্যন্ত পর্দায় একসঙ্গে দেখা যায়নি এই দুই তারকাকে।
অসহায়, এতিম ও প্রতিবন্ধী শিক্ষার্থীদের মাধ্যমিক ভর্তিতে সহায়তা দেবে সরকার
ভক্তরা বহুদিন ধরেই এই দুই তারকাকে একসঙ্গে স্ক্রিনে দেখার ইচ্ছা প্রকাশ করে আসছেন। সম্প্রতি এক সাক্ষাৎকারে ইমরান হাশমির বক্তব্যে মিলেছে সেই ইঙ্গিত। তিনি বলেন, “আলিয়ার অভিনয় এতটাই মনোমুগ্ধকর যে, পর্দা থেকে চোখ ফেরানো যায় না।”
তিনি আরও জানান, “যদি উপযুক্ত চিত্রনাট্য এবং একজন দক্ষ পরিচালক মেলে, তবে আমি অবশ্যই আলিয়ার সঙ্গে কাজ করতে আগ্রহী।”
আলিয়ার প্রশংসায় ইমরান বলেন, “ছোটবেলা থেকেই ওকে বড় হতে দেখেছি। কঠোর পরিশ্রম আর অধ্যবসায়ের মাধ্যমে সে নিজেকে এক অসাধারণ অভিনেত্রী হিসেবে প্রতিষ্ঠিত করেছে।” একইসঙ্গে ইমরান স্বীকার করেন, আলিয়ার ক্যারিয়ারের পাশাপাশি তাঁর নিজের ক্যারিয়ারেও আলিয়ার বাবা মহেশ ভাটের গুরুত্বপূর্ণ অবদান রয়েছে।
Leave a Reply