বরিশাল সিটি করপোরেশনের নির্বাচনে ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী সৈয়দ মুহাম্মদ ফয়জুল করিমকে মেয়র হিসেবে ঘোষণা চেয়ে করা আবেদন খারিজ করে দিয়েছে নির্বাচনী ট্রাইব্যুনাল।
সোমবার (৫ মে) বরিশাল নির্বাচনী ট্রাইব্যুনালের বিচারক ও সিনিয়র সহকারী জজ মো. হাসিবুল হাসান এ আদেশ দেন।
ইসলামী আন্দোলন প্রায় দুই বছর আগে অনুষ্ঠিত নির্বাচনের ফলাফল বাতিল করে ফয়জুল করিমকে জয়ী ঘোষণা চেয়ে আবেদন করেছিল। তবে নির্বাচন-পরবর্তী ৩০ দিনের মধ্যে আবেদন না করাসহ বিভিন্ন কারিগরি কারণে আবেদনটি খারিজ করা হয় বলে জানিয়েছেন সংশ্লিষ্ট আইনজীবীরা।
মালয়েশিয়ায় পামওয়েল কারখানায় বয়লার বিস্ফোরণে বাংলাদেশিসহ দগ্ধ ৪ শ্রমিক
ট্রাইব্যুনালের রায় ঘোষণার পর এক বিবৃতিতে ইসলামী আন্দোলন জানিয়েছে, তারা এ আদেশে ক্ষুব্ধ ও সংক্ষুব্ধ। দলটি জানিয়েছে, এ সিদ্ধান্তের বিরুদ্ধে তারা নির্বাচনী আপিল আদালতে আপিল করবে।
উল্লেখ্য, ২০২৩ সালে অনুষ্ঠিত বরিশাল সিটি করপোরেশন নির্বাচনে ইসলামী আন্দোলনের প্রার্থী হিসেবে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন সৈয়দ মুহাম্মদ ফয়জুল করিম। তিনি সে সময় ক্ষমতাসীন আওয়ামী লীগের প্রার্থীর কাছে পরাজিত হন।
Leave a Reply