ইসরায়েল ইয়েমেনের রাজধানী সানার প্রধান বিমানবন্দরে নজিরবিহীন বিমান হামলা চালিয়েছে, এতে অন্তত তিনজন নিহত হয়েছেন। হুতি বিদ্রোহী গোষ্ঠী নিয়ন্ত্রিত আল-মাসিরাহ টিভির বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
মঙ্গলবার (৬ মে) সকালে রাজধানী সানার বাসিন্দাদের সরিয়ে নেওয়ার সতর্কবার্তা জারি করার পর সানা আন্তর্জাতিক বিমানবন্দরে হামলা চালায় তেল আবিব। এতে স্থাপনাটিতে আগুন ধরে যায় এবং রানওয়েতে বিমানের ধ্বংসাবশেষ পড়ে থাকতে দেখা যায়।
একই সময়ে সানার তিনটি জ্বালানি স্থাপনা ও তিনটি সেনাঘাঁটিতেও বিমান হামলা চালানো হয়।
তেল আবিব জানিয়েছে, গত রোববার (৪ মে) ইসরায়েলের বেন গুরিয়ন আন্তর্জাতিক বিমানবন্দরে হুতি বিদ্রোহীদের ড্রোন হামলার জবাবেই এই অভিযানের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
Leave a Reply