চট্টগ্রামে নালায় পড়ে ছয় মাস বয়সী এক শিশুর মর্মান্তিক মৃত্যুর ঘটনায় গঠিত তদন্ত কমিটির প্রতিবেদন এখনও জমা পড়েনি। প্রাথমিকভাবে সাত দিনের সময়সীমা নির্ধারণ করা হলেও দুই সপ্তাহ পেরিয়ে গেলেও প্রতিবেদন জমা হয়নি। তদন্ত কার্যক্রম শেষে পূর্ণাঙ্গ সুপারিশমালা তৈরি করতে কমিটিতে বিশেষজ্ঞসহ অতিরিক্ত সদস্য যুক্ত করে পুনর্গঠন করা হয়েছে।
গত ১৯ এপ্রিল রাতে নগরীর হিজরা খালে একটি অটোরিকশা পড়ে গেলে ছয় মাস বয়সী এক শিশু নিখোঁজ হয়। পরদিন সকালে খাল থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। এই ঘটনার পর ২২ এপ্রিল চট্টগ্রাম সিটি করপোরেশন একটি তদন্ত কমিটি গঠন করে।
তদন্ত কমিটির সদস্যরা ইতোমধ্যে দুর্ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তবে কার্যকর সুপারিশ দিতে বিশেষজ্ঞের প্রয়োজনীয়তা দেখা দিলে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, চুয়েট, জেলা প্রশাসন, স্থপতি ইনস্টিটিউট, সিডিএ, ওয়াসা ও ফায়ার সার্ভিসের একজন করে প্রতিনিধি যুক্ত করে কমিটি পুনর্গঠন করা হয়।
কমিটির প্রধান ও সিটি করপোরেশনের সচিব মোহাম্মদ আশরাফুল আমিন বলেন, “চট্টগ্রামে নালায় পড়ে মৃত্যুর ঘটনা নতুন নয়। আমরা শুধু কারণ নিরূপণ নয়, ভবিষ্যতে এমন দুর্ঘটনা প্রতিরোধে সুস্পষ্ট করণীয় নির্ধারণে কাজ করছি।” তিনি আরও জানান, অরক্ষিত খাল ও নালা স্থায়ীভাবে সুরক্ষিত করতে টেকসই পরিকল্পনার প্রয়োজন, যার জন্য বিশেষজ্ঞদের মতামত গুরুত্বপূর্ণ।
চট্টগ্রাম নগরীতে বর্তমানে ৫৭টি খাল রয়েছে। এসব খালের রক্ষণাবেক্ষণের দায়িত্ব সিটি করপোরেশন ও চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) ওপর। প্রতি বছর এসব নালায় দুর্ঘটনায় মৃত্যুর ঘটনা ঘটছে, যা নিয়ে উদ্বেগ বাড়ছে নগরবাসীর মধ্যে।
Leave a Reply