বাংলাদেশ সীমান্তে ভারতের পুশ-ইনের ঘটনা অগ্রহণযোগ্য বলে মন্তব্য করেছেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমান। তিনি জানান, বিষয়টি নিয়ে ভারতের সঙ্গে কূটনৈতিক যোগাযোগের চেষ্টা চলছে।
বুধবার (৭ মে) সন্ধ্যায় পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তাদের পদোন্নতি ও বদলি সংক্রান্ত এক বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, “প্রতিটি ঘটনা আলাদাভাবে পর্যালোচনা করা হচ্ছে। আমাদের নাগরিকদের আমরা গ্রহণ করবো, তবে তা আনুষ্ঠানিক প্রক্রিয়া অনুসরণ করেই হতে হবে। এভাবে পুশ-ইন করা একেবারেই গ্রহণযোগ্য নয়।”
জাতীয় নিরাপত্তা উপদেষ্টা আরও বলেন, ভারত ও পাকিস্তানের বর্তমান পরিবর্তনশীল পরিস্থিতি সরকার নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। তিনি আশা প্রকাশ করেন, কূটনৈতিক প্রচেষ্টার মাধ্যমে ভারত-পাকিস্তান উত্তেজনা প্রশমিত হবে।
উল্লেখ্য, বুধবার কুড়িগ্রামের ভূরুঙ্গামারী ও রৌমারী সীমান্ত দিয়ে ৩৬ রোহিঙ্গা এবং খাগড়াছড়ির মাটিরাঙ্গা ও পানছড়ি সীমান্ত দিয়ে ৬৬ ভারতীয় নাগরিক বাংলাদেশে অনুপ্রবেশ করেছে।
Leave a Reply