মানিকগঞ্জের শিবালয় উপজেলার দুর্গম তেওতা ইউনিয়নের নদী তীরবর্তী কয়েকটি গ্রামে হঠাৎ করেই ভয়াবহ ভাঙন দেখা দিয়েছে। এ খবর জানতে পেরে বুধবার বিকেলে ভাঙনকবলিত এলাকা সরেজমিনে পরিদর্শনে আসেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও মানিকগঞ্জ জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক, বর্তমানে জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য এস এ জিন্নাহ কবির।
সাগর-রুনি হত্যাকাণ্ড,টাস্কফোর্সের প্রতিবেদনে উঠে এলো নতুন তথ্য
ভাঙনে ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলার সময় তিনি আবেগপ্রবণ হয়ে পড়েন এবং দ্রুত ভাঙনরোধে নদী তীরে জিও ব্যাগ ফেলার ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন।
সাত বছরেও শেষ হয়নি যাদুকাটা নদীর শাহ্ আরেফিন ও অদ্বৈত মহাপ্রভু মৈত্রী সেতুর কাজ
এ সময় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে তিনি ভাঙনকবলিত অসহায় ও দুস্থ পরিবারের মাঝে শাড়ি ও লুঙ্গি বিতরণ করেন।
যারা রাজনীতি করতে চান,তারা পদ ছেড়ে দিন,জামায়াতে আমির
পরবর্তীতে ঐতিহ্যবাহী তেওতা জমিদার বাড়ির প্রাঙ্গণে এক আলোচনা সভার আয়োজন করা হয়। তেওতা ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুর রাজ্জাকের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য দেন এস এ জিন্নাহ কবির।
পুরানা পল্টনে সাব্বির টাওয়ারে ভয়াবহ আগুন,কাজ করছে ফায়ার সার্ভিসের সাত ইউনিট
সভায় আরও বক্তব্য রাখেন শিবালয় উপজেলা বিএনপির সভাপতি রহমত আলী বেপারি লাভলু, জেলা যুবদলের আহ্বায়ক কাজী মোস্তাক হোসেন দিপু, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. নাসির উদ্দিন নাসির, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শহিদুল ইসলাম প্রমুখ।
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে মাইক্রোবাস থেকে অস্ত্রের চালান জব্দ,আটক ২
আলোচনা সভায় বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী এবং স্থানীয় সাধারণ মানুষ অংশ নেন।
Leave a Reply