জুলাই-আগস্ট বিপ্লবে শহীদ অজ্ঞাত আটজনের মরদেহের পরিচয় শনাক্তে জনগণের সহায়তা চেয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা।
সোমবার (১২ মে) তথ্য অধিদফতরের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, ২০২৩ সালের জুলাই বিপ্লবের পর ঢাকার বিভিন্ন এলাকা থেকে উদ্ধার করা ৮১টি বেওয়ারিশ মরদেহ ঢাকা মেডিকেল কলেজের মর্গে ময়নাতদন্ত শেষে আঞ্জুমান মফিদুল ইসলামের ব্যবস্থাপনায় রায়েরবাজার বধ্যভূমি কবরস্থানে দাফন করা হয়। তদন্তে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে নিশ্চিত হওয়া গেছে—তাদের মধ্যে আটজন ছিলেন ওই বিপ্লবের শহীদ।
তবে এখনো মরদেহগুলোর পরিচয় শনাক্ত হয়নি। তদন্তের স্বার্থে তাদের পরিচয় উদঘাটন জরুরি বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
মরদেহগুলোর বয়স, শারীরিক বৈশিষ্ট্য, ধর্ম, পোশাক, আঘাতের ধরন এবং মরদেহ উদ্ধারের স্থান–সংক্রান্ত বিস্তারিত তথ্য আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা, ঢাকার শাহবাগ থানায় এবং তথ্য অধিদফতরের ওয়েবসাইটে পাওয়া যাবে।
Leave a Reply