দুর্নীতি ও বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগে পররাষ্ট্র সচিব মো. জসীম উদ্দিনসহ ছয়জনের অফিসার্স ক্লাবের সদস্যপদ স্থগিত করা হয়েছে। সোমবার (১২ মে) ক্লাবের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
সদস্যপদ স্থগিত হওয়া অন্যান্য ব্যক্তিরা হলেন—সাবেক সচিব এম এ কাদের, সাবেক দুর্নীতি দমন কমিশনের (দুদক) কমিশনার মো. জহিরুল হক, সাবেক সিনিয়র সচিব ও পিএসসি সদস্য এস এম গোলাম ফারুক, সাবেক নির্বাচন কমিশনার মো. আনিসুর রহমান এবং সাবেক সচিব মো. সিরাজুল হক খান।
বিজ্ঞপ্তিতে বলা হয়, দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলায় অভিযুক্ত হওয়া এবং দুর্নীতি ও অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকার প্রমাণ পাওয়ায় নৈতিক স্খলনের কারণে তাদের সদস্যপদ স্থগিত করা হয়েছে।
Leave a Reply