মানিকগঞ্জ জেলার শিবালয় উপজেলার তেওতা ইউনিয়নসহ নিহালপুর, ঝিকুটিয়া ও সমেজঘর এলাকাবাসী ভয়াবহ নদীভাঙ্গনের মুখে পড়েছে। এ অবস্থায় তীব্র উদ্বেগ প্রকাশ করে স্থানীয়রা নদীভাঙ্গন রোধে দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।
সোমবার(১২ মে) ইউনিয়ন পরিষদ চত্ত্বরে এক মানববন্ধনের আয়োজন করা হয়, যেখানে অংশ নেন মানিকগঞ্জ-১ আসনের জনপ্রিয় রাজনৈতিক ব্যক্তিত্ব, সাবেক উপজেলা চেয়ারম্যান ও জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মো. তোজাম্মেল হক তোজা। মানববন্ধনে তিনি বলেন, “এই নদীভাঙ্গন কেবল জমি-ঘর নয়, মানুষের স্বপ্নও গ্রাস করছে। অতি দ্রুত এই ভাঙন রোধে কার্যকর পদক্ষেপ না নিলে হাজারো মানুষ বিপর্যয়ের মুখে পড়বে।”
তিনি আরও বলেন, “আমি মাননীয় প্রধান উপদেষ্টা, পানি সম্পদ উপদেষ্টা ও জেলা প্রশাসক মহোদয়ের কাছে বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি, যেন অবিলম্বে এই এলাকাগুলোর নদীভাঙ্গন রোধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয় এবং তেওতা ইউনিয়নসহ আশেপাশের জনপদকে রক্ষা করা হয়।”
মানববন্ধনে স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। তারা একবাক্যে বলেন, নদীভাঙ্গনের কবলে পড়ে প্রতিনিয়ত বসতভিটা ও আবাদি জমি হারিয়ে নিঃস্ব হচ্ছেন তারা।
স্থানীয়দের দাবি, নদীভাঙ্গন রোধে স্থায়ী বাঁধ নির্মাণ ও তদারকি কার্যক্রম শুরু করতে হবে এখনই, নইলে ভবিষ্যতে ভয়াবহ মানবিক বিপর্যয়ের আশঙ্কা রয়েছে।
Leave a Reply