কক্সবাজার শহরের খুরুশকুল ইউনিয়নে নারী নির্যাতন মামলায় গ্রেপ্তার এড়াতে পুকুরে ঝাঁপ দেন আবু বক্কর ছিদ্দিক বাবুল নামে এক ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্য। তবে শেষ পর্যন্ত সেখান থেকেই তাকে আটক করে পুলিশ।
সোমবার (১২ মে) বিকেল ৩টার দিকে খুরুশকুল ইউনিয়নের কাউয়ারপাড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার আবু বক্কর ছিদ্দিক বাবুল খুরুশকুল ইউনিয়ন পরিষদের ১ নম্বর ওয়ার্ডের সদস্য এবং ঘোনারপাড়া এলাকার মৃত আমির হামজার ছেলে।
কক্সবাজার সদর মডেল থানার উপপরিদর্শক (এসআই) নুর মোহাম্মদ জানান, নারী নির্যাতন মামলায় বাবুলকে গ্রেপ্তার করতে গেলে তিনি পাশের একটি পুকুরে ঝাঁপিয়ে আত্মরক্ষার চেষ্টা করেন। তবে পুলিশ সেখান থেকেই তাকে উদ্ধার করে থানায় নিয়ে আসে।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইলিয়াস খান জানান, মামলার পলাতক আসামি বাবুলকে দীর্ঘ সময় বুঝিয়ে পুকুর থেকে তোলা হয়। পরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
Leave a Reply