পরিবেশবান্ধব চিন্তার সঙ্গে দৃঢ় ইচ্ছাশক্তি আর সৃজনশীল উদ্যোগ মিলে কী অসাধ্য সাধন করা যায়, তার এক জীবন্ত উদাহরণ গাইবান্ধার অটোরিকশাচালক আব্দুল হাকিম। সুন্দরগঞ্জ উপজেলার ছাপরহাটি খানপাড়া গ্রামের এই মানুষটি পরিত্যক্ত প্লাস্টিকের বোতল দিয়ে নির্মাণ করছেন অভিনব এক বাড়ি, যা এখন এলাকায় পরিচিত ‘বোতল বাড়ি’ নামে।
তিন কক্ষবিশিষ্ট এই বাড়িটির ছাদ ঢালাইসহ কিছু কাজ এখনও চলমান। তবে ইতোমধ্যে এলাকাজুড়ে ব্যাপক সাড়া ফেলেছে তার এই ব্যতিক্রমী প্রয়াস। প্রতিদিন দূর-দূরান্ত থেকে উৎসাহী মানুষ ছুটে আসছেন বাড়িটি এক নজর দেখতে।
আব্দুল হাকিমের এই অনন্য উদ্যোগ শুধু দৃষ্টিনন্দন নয়, বরং পরিবেশ সচেতনতায় এক চমৎকার বার্তা। তিনি প্লাস্টিকের বোতলে বালু ভরে, সিমেন্টের গাঁথুনিতে একের পর এক সারি সাজিয়ে গড়েছেন বাড়ির দেওয়াল। এই কাজে ইটের পরিবর্তে ব্যবহার হয়েছে পুরনো বোতল। শুরুর দিকে এমন কাজে অনেকে ঠাট্টা করলেও এখন গর্বের সঙ্গে বলছেন, “এই আমাদের হাকিম ভাইয়ের বোতল বাড়ি।”
আব্দুল হাকিম বলেন, “দীর্ঘদিন ধরেই ভাবছিলাম কিছু ভিন্ন কিছু করবো। ইউটিউবে রাজমিস্ত্রি বাদশা মিয়ার বোতল দিয়ে বাড়ি তৈরির ভিডিও দেখে অনুপ্রাণিত হই।” এরপর বিভিন্ন জায়গা থেকে বোতল সংগ্রহ করে শুরু হয় তার যাত্রা। পাশে ছিলেন সহধর্মিণী আঞ্জুমারা বেগম, যিনি সবসময় সাহস ও প্রেরণা জুগিয়েছেন।
“ভাইদের টাকা আছে, তারা ইট-সিমেন্ট দিয়ে বাড়ি বানায়। আমার টাকা নেই, তাই ভাবলাম কিছু আলাদা করি। আমি গরিব হলেও স্বপ্ন দেখা বাদ দিইনি,” বলেন হাকিম।
রাজমিস্ত্রি বাদশা মিয়া, যিনি বাড়ির নির্মাণকাজে সহায়তা করছেন, বলেন, “আমি নিজেও বোতলের বাড়িতে থাকি। এই ঘরের বড় সুবিধা হলো, শীতকালে গরম এবং গ্রীষ্মকালে শীতল পরিবেশ পাওয়া যায়।”
স্থানীয় মানুষদের মধ্যে একজন আমির আলী জানান, “সাত উপজেলা ছাড়াও আশপাশের জেলা থেকে মানুষ এসে বাড়িটি দেখছে। ইউটিউবার ও সাংবাদিকরাও এর খবর নিচ্ছেন। এখন খানপাড়া মানেই বোতল বাড়ির গ্রাম।”
উপজেলা প্রকৌশলী সিদ্দিকুর রহমান বলেন, “আমি বিষয়টি শুনেছি। পরিদর্শন করে নির্মাণশৈলী ও টেকসই দিকগুলো মূল্যায়ন করা হবে।”
বাড়ির কাজ প্রায় শেষ পর্যায়ে। আগামী এক মাসের মধ্যে শেষ হবে নির্মাণকাজ। আব্দুল হাকিমের চোখে এখন শুধুই ভবিষ্যতের স্বপ্ন—একটি সম্পূর্ণ পরিবেশবান্ধব, টেকসই ও ব্যতিক্রমী বসতবাড়ি।
এই উদ্যোগ শুধু একটি বাড়ি নির্মাণ নয়, বরং প্লাস্টিক বর্জ্য ব্যবহার করে পরিবেশ রক্ষার এক বলিষ্ঠ বার্তা, যা ভবিষ্যতে অনেককেই অনুপ্রাণিত করতে পারে।
Leave a Reply