দিনাজপুরের ফুলবাড়ী উপজেলায় স্মার্ট কার্ড জটিলতার কারণে দীর্ঘ পাঁচ মাস ধরে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) খাদ্যপণ্য পাচ্ছেন না ১৭ হাজার ৮২৫ জন সুবিধাভোগী। এ অবস্থায় খাদ্যপণ্য থেকে বঞ্চিত হয়ে চরম হতাশায় ভুগছেন ভুক্তভোগী পরিবারগুলো।
উপজেলা পরিষদ সূত্রে জানা গেছে, পৌরসভা ও সাতটি ইউনিয়নে টিসিবির কার্ডধারী সুবিধাভোগীর সংখ্যা ১৮ হাজার ৮৭৯ জন। এর মধ্যে পৌর এলাকায় ৩ হাজার ১৫৪ জন এবং সাতটি ইউনিয়নে ১৫ হাজার ৭২৫ জন। তবে এখন পর্যন্ত মাত্র ১ হাজার ৫৪ জন স্মার্ট কার্ড পেয়েছেন। এদের মধ্যেই জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত তিন মাসের খাদ্যপণ্য সরবরাহ করা হয়েছে।
বাকি ১৭ হাজার ৮২৫ জন—যাদের এখনো স্মার্ট কার্ড আসেনি—তারা জানুয়ারি থেকে টিসিবির পণ্য পাচ্ছেন না। আগে হাতে লেখা ফ্যামিলি কার্ডের মাধ্যমে এদের খাদ্যপণ্য সরবরাহ করা হতো। সরকারি নির্দেশনা অনুযায়ী স্মার্ট কার্ড ছাড়া পণ্য বিতরণ বন্ধ থাকায় এ বিপর্যয় দেখা দিয়েছে।
পৌর এলাকার সুবিধাভোগী কয়েকজন জানান, টিসিবির পণ্য তাদের সংসারে বড় সহায়তা ছিল। পাঁচ মাস ধরে পণ্য না পাওয়ায় পরিবার চালাতে চরম কষ্ট হচ্ছে। তারা প্রশাসনের প্রতি আহ্বান জানান, পুরোনো কার্ড দেখিয়েই যেন অন্তত সাময়িকভাবে পণ্য বিতরণ করা হয়।
টিসিবির ডিলার মেসার্স শাহারিয়ার ট্রেডার্সের স্বত্বাধিকারী আব্দুল লতিফ ও মেসার্স ভোলা প্রসাদ ট্রেডার্সের স্বত্বাধিকারী অনিল জানান, যতসংখ্যক স্মার্ট কার্ড এসেছে, তাদের সবাইকে পণ্য দেওয়া হয়েছে। তবে স্মার্ট কার্ড ছাড়া পণ্য বিতরণ সম্ভব হচ্ছে না।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইছাহাক আলী বলেন, পুরোপুরি পণ্য বিতরণ বন্ধ নেই। যাদের স্মার্ট কার্ড এসেছে, তারা পণ্য পাচ্ছেন। স্মার্ট কার্ড জটিলতা নিরসনে অ্যাপের মাধ্যমে আবেদন পাঠানো হচ্ছে। শিগগিরই সমস্যা সমাধান হবে এবং সকল সুবিধাভোগীর মাঝে খাদ্যপণ্য বিতরণ শুরু করা যাবে।
Leave a Reply