ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) রাজু ভাস্কর্যের সামনে সমবেত কণ্ঠে জাতীয় সংগীত পরিবেশন করেছেন সাধারণ শিক্ষার্থীরা। সোমবার (১২ মে) সন্ধ্যায় ‘সাধারণ শিক্ষার্থী’ ব্যানারে আয়োজিত এই কর্মসূচিতে ছাত্রদল, গণতান্ত্রিক ছাত্র সংসদসহ কয়েকটি ছাত্র সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।
জাতীয় সংগীত পরিবেশন শেষে শিক্ষার্থীরা বলেন, “যারা জাতীয় সংগীতের অবমাননা করবে, তাদের জন্য এই বাংলাদেশে কোনো জায়গা নেই। জাতীয় পতাকা ও জাতীয় সংগীতে আঘাত মানে আমাদের ইতিহাস ও অস্তিত্বে আঘাত করা।”
তারা আরও বলেন, “যারা জাতীয় সংগীতের অবমাননা করেছে, তাদের চিহ্নিত করে আইনের আওতায় এনে শাস্তি দিতে হবে। জুলাইয়ের ঐক্যবদ্ধ আন্দোলনের যে চেতনা, তাতে ফাটল ধরানোর জন্য একটি গোষ্ঠী নানাভাবে ষড়যন্ত্র করছে।”
Leave a Reply