জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থীদের দাবিগুলো সরকার মেনে নিয়েছে বলে জানিয়েছেন উপাচার্য অধ্যাপক ড. রেজাউল করিম।
শুক্রবার সন্ধ্যা সাতটায় কাকরাইলে আন্দোলনস্থলে উপস্থিত হয়ে এক প্রেস ব্রিফিংয়ে তিনি বলেন, “শিক্ষার্থীদের দাবি পূরণে সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের পরিচালন বাজেট বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে, যার মাধ্যমে শিক্ষার্থীদের প্রথম দাবিটি বাস্তবায়ন করা হবে।”
তিনি আরও জানান, আবাসন সংকট মোকাবিলায় অস্থায়ী হল নির্মাণের কাজ দ্রুত শুরু হবে এবং দ্বিতীয় ক্যাম্পাস নির্মাণকে অগ্রাধিকার দিয়ে প্রয়োজনীয় কার্যক্রম ইতোমধ্যে শুরু হয়েছে।
বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান অধ্যাপক ড. এস এম এ ফায়েজ বলেন, “আমরা সারাদিন বিষয়টি নিয়ে কাজ করেছি। ইউজিসি একটি পরিবারের মতো একসঙ্গে সমাধান খুঁজছে। শিক্ষার্থীদের সব দাবি বাস্তবায়নে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।”
Leave a Reply