বাংলাদেশ থেকে তৈরি পোশাক, সুতা, প্লাস্টিক সামগ্রী, জুস ও কনফেকশনারি পণ্যের মতো বেশ কিছু পণ্যের প্রবেশে স্থলবন্দর ব্যবহার নিষিদ্ধ করেছে ভারত। শনিবার (১৭ মে) ভারতের বাণিজ্য ও শিল্প মন্ত্রণালয়ের অধীনস্থ বৈদেশিক বাণিজ্য অধিদপ্তরের এক বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্ত জানানো হয়।
নতুন নির্দেশনা অনুযায়ী, এসব পণ্য আর কোনো স্থলবন্দর দিয়ে ভারতে প্রবেশ করতে পারবে না। কেবল পশ্চিমবঙ্গের কলকাতা বন্দর ও মহারাষ্ট্রের নাভা শেভা বন্দর ব্যবহার করে এসব পণ্য ভারত প্রবেশ করতে পারবে। তবে ভারত হয়ে নেপাল ও ভুটানে রপ্তানির ক্ষেত্রে এই নিষেধাজ্ঞা কার্যকর হবে না।
এছাড়া, মাছ, এলপিজি, ভোজ্যতেল এবং চূর্ণ পাথরের মতো কিছু পণ্য স্থলবন্দর দিয়ে প্রবেশের ক্ষেত্রে নিষেধাজ্ঞার বাইরে রাখা হয়েছে।
উল্লেখ্য, এর আগে মার্চ মাসে বেইজিংয়ে এক বক্তব্যে ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোকে ‘স্থলবেষ্টিত’ উল্লেখ করে বাংলাদেশকে ‘এ অঞ্চলের সমুদ্রপথের একমাত্র অভিভাবক’ বলে মন্তব্য করেছিলেন প্রধান উপদেষ্টা ড. ইউনূস। ওই মন্তব্যের পরপরই ভারত বাংলাদেশের ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিল করে। তারই ধারাবাহিকতায় এবার এ নিষেধাজ্ঞা আসলো বলে ধারণা করা হচ্ছে।
Leave a Reply