জাতীয় সনদ প্রণয়নের লক্ষ্যকে সামনে রেখে দ্রুততম সময়ের মধ্যে কার্যকর পদক্ষেপ নিতে চায় জাতীয় ঐকমত্য কমিশন। আজ সংসদ ভবনের এলডি হলে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সঙ্গে বর্ধিত আলোচনার সূচনায় এমন প্রত্যয় ব্যক্ত করেন কমিশনের সহ-সভাপতি অধ্যাপক আলী রীয়াজ।
তিনি জানান, জাতীয় সনদ তৈরির প্রাথমিক আলোচনার ধাপ দু-এক দিনের মধ্যে শেষ করে দ্বিতীয় পর্যায়ের আলোচনায় যাবে কমিশন। যেখানে মতভিন্নতার বিষয়গুলো নিয়ে ঐকমত্য গঠনের উদ্যোগ নেওয়া হবে।
আলোচনার সূচনায় অধ্যাপক আলী রীয়াজ বলেন, “অনেক রক্ত ও আত্মত্যাগের বিনিময়ে আজ আলোচনার সুযোগ এসেছে। এই সুযোগ সৃষ্টিতে যাদের অবদান রয়েছে, তাদের প্রতি দায় আমাদের সবার—শুধু কমিশনের নয়, বরং সকল রাজনৈতিক দল, সুশীল সমাজ ও সামাজিক শক্তির।”
আলোচনায় জামায়াতে ইসলামীর ১১ সদস্যের প্রতিনিধি দলে নেতৃত্ব দেন নায়েবে আমীর ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। উপস্থিত ছিলেন দলটির ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল মাওলানা এ টি এম মাসুম, রফিকুল ইসলাম খান, হামিদুর রহমান আজাদ, এহসান মাহবুব যোবায়েরসহ শীর্ষ নেতৃবৃন্দ।
কমিশনের পক্ষে আলোচনায় অংশ নেন বিচারপতি মো. এমদাদুল হক, ড. বদিউল আলম মজুমদার, ড. ইফতেখারুজ্জামান, সফর রাজ হোসেন, মো. আইয়ুব মিয়া ও মনির হায়দার।
উল্লেখ্য, জামায়াতে ইসলামীর পক্ষ থেকে ২০ মার্চ সংস্কার কমিশনের প্রস্তাবগুলোর ওপর মতামত জমা দেওয়ার পর ২৬ এপ্রিল প্রাথমিক আলোচনা হয়। আজকের বর্ধিত বৈঠকে সেদিনের অসমাপ্ত বিষয়গুলো আলোচনায় আসে।
Leave a Reply