শেরপুরের ঝিনাইগাতী উপজেলায় সোমেশ্বরী নদীর বাঁধ ভেঙে অন্তত ১০টি গ্রাম প্লাবিত হয়েছে। রোববার (১৮ মে) ভোররাতে আকস্মিক উজানের পাহাড়ি ঢলে বাঁধটি ক্ষতিগ্রস্ত হয়।
বাঁধ ভেঙে পড়ায় সোমেশ্বরীর পানিতে তলিয়ে গেছে অর্ধশতাধিক বাড়িঘর ও দোকানপাট। পানির তীব্র স্রোতে নদী তীরবর্তী সড়ক ভেঙে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। তবে সময়ের সঙ্গে সঙ্গে নদীর পানি কিছুটা কমতে শুরু করেছে।
এদিকে, হঠাৎ এ ঢলে ব্যাপক ক্ষতি হয়েছে বোরো ধানের। প্রান্তিক কৃষকরা বলছেন, এই প্লাবনে তাদের সঞ্চিত ধান এবং জমির ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।
পানি সম্পূর্ণ সরে গেলে বাঁধের ক্ষতিগ্রস্ত অংশে মেরামত কাজ শুরু করা হবে বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন ও পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা।
Leave a Reply