রাজধানীর গুলিস্তান এলাকায় ঝটিকা মিছিলের চেষ্টা করার সময় আওয়ামী লীগের ১১ নেতাকর্মীকে আটক করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)।
রোববার (১৮ মে) দুপুরে গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান।
তিনি জানান, গুলিস্তানে নিষিদ্ধ ঘোষিত এক কর্মসূচিতে অংশ নিতে জড়ো হওয়া সময় তাদের আটক করা হয়। তবে আটকদের নাম ও পরিচয় এখনও নিশ্চিত করা যায়নি।
আটকদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং ঘটনার পেছনে কারা জড়িত তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।
Leave a Reply