যশোরের শংকরপুর এলাকায় কুড়িয়ে পাওয়া ককটেল বিস্ফোরণে আহত তিন শিশুর মধ্যে পাঁচ বছর বয়সী খাদিজা খাতুন মারা গেছে। সোমবার (১৯ মে) দুপুরে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় আনার পথে তার মৃত্যু হয়।
পুলিশ জানায়, হতাহত শিশুরা একটি পরিবারের সন্তান। তাদের বাবা-মা পেশায় পরিত্যক্ত মালপত্র সংগ্রহ করে বিক্রি করেন। এসব জিনিসের কিছু ঘরের ভেতরেও রাখা ছিল। সকালে বাবা-মা কাজে বের হয়ে গেলে শিশু খাদিজা ও তার ভাই সজিব ঘরের ভেতর একটি বলের মতো বস্তু পেয়ে খেলতে যায়। এক পর্যায়ে বস্তুটি বিস্ফোরিত হলে দুজনেই গুরুতর আহত হয়। এ সময় ঘরে থাকা তাদের আরও এক বোন আয়েশাও আহত হয়।
তাদের যশোর সদর হাসপাতালে নেওয়া হলে খাদিজা ও সজিবকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানোর সিদ্ধান্ত নেন চিকিৎসকরা। পথে খাদিজার মৃত্যু হয়।
ঘটনার পর বোমা নিষ্ক্রিয়কারী দল ঘটনাস্থলে গিয়ে আলামত সংগ্রহ করেছে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
Leave a Reply