শারজাহতে দ্বিতীয় টি-টোয়েন্টিতে আরব আমিরাতকে ২০৬ রানের বিশাল লক্ষ্য দিয়েছে বাংলাদেশ। নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে টাইগাররা সংগ্রহ করে ২০৫ রান।
ইনিংসের শুরুতেই ঝড়ো ব্যাটিংয়ে দারুণ সূচনা এনে দেন দুই ওপেনার তানজিদ তামিম ও লিটন দাস। ইনিংসের পঞ্চম ওভারেই দলীয় অর্ধশতকের দেখা পায় বাংলাদেশ। মাত্র ২৫ বলে ফিফটি তুলে নেন তানজিদ, শেষ পর্যন্ত ৫৯ রান করে আউট হন তিনি। দলীয় ৯০ রানে ভাঙে উদ্বোধনী জুটি। এরপর লিটন ৪০ রান করে সাজঘরে ফিরলে কিছুটা ধাক্কা লাগে দলটিতে।
তবে মিডল অর্ডারে তাওহীদ হৃদয় ২৪ বলে ৪৫ রানের ঝোড়ো ইনিংস খেলে দলকে এগিয়ে নিয়ে যান। শেষ দিকে জাকের আলীর ৬ বলে ১৮ রানের ঝড়ো ক্যামিওতে বাংলাদেশের স্কোর দাঁড়ায় ২০৫-এ।
এ ম্যাচে বাংলাদেশ একাদশে ছিল চারটি পরিবর্তন। ইনজুরির কারণে মাঠের বাইরে রয়েছেন প্রথম ম্যাচে সেঞ্চুরি করা পারভেজ হোসেন ইমন। বিশ্রাম দেওয়া হয়েছে শেখ মেহেদী ও হাসান মাহমুদকে। দলে ফিরেছেন নাজমুল হোসেন শান্ত, শরিফুল ইসলাম ও রিশাদ হোসেন। এই ম্যাচ দিয়েই টি-টোয়েন্টি অভিষেক হয়েছে তরুণ পেসার নাহিদ রানার।
Leave a Reply