বিএনপির সাবেক মহাসচিব ও জাতীয় সংসদের সাবেক চিফ হুইপ প্রয়াত খন্দকার দেলোয়ার হোসেনের সহধর্মিণী বেগম সাহেরা হোসেনের অষ্টম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২০ মে) মানিকগঞ্জের ঘিওর উপজেলার পাচুরিয়া জামে মসজিদে এই মাহফিলের আয়োজন করেন তাঁর ছোট ছেলে খন্দকার আকতার হামিদ পবন।
উল্লেখ্য, বেগম সাহেরা হোসেন ২০১৭ সালের ২০ মে রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। মৃত্যুর আগে তিনি বেশ কিছুদিন লাইফ সাপোর্টে ছিলেন। মৃত্যুকালে তিনি চার পুত্র ও দুই কন্যাসন্তান রেখে যান।
মরহুমার রুহের মাগফিরাত কামনায় পরিবারের পক্ষ থেকে দেশবাসীর দোয়া চাওয়া হয়েছে।
Leave a Reply