পেশায় পরিচ্ছন্নতাকর্মী। সংসার চালাতে হিমশিম খেতে হলেও হৃদয়ের গভীরে ছিল একটি স্বপ্ন—পবিত্র হজ পালন। সেই স্বপ্ন বাস্তবায়নের লক্ষ্যে প্রায় ৪০ বছর ধরে অল্প অল্প করে সঞ্চয় করেছেন ইন্দোনেশিয়ার হাজি লেগিমান ও তার স্ত্রী। অবশেষে দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে তাঁরা সৌদি আরবে পৌঁছেছেন হজ পালনের উদ্দেশ্যে।
গালফ নিউজ-এর প্রতিবেদনে জানানো হয়েছে, কঠিন জীবনসংগ্রামের মধ্যেও এই দম্পতি হার মানেননি। ধৈর্য, নিষ্ঠা ও ঈমানি প্রত্যয়ের সঙ্গে দীর্ঘদিন ধরে হজের খরচ জোগাড় করেছেন তারা। ‘মক্কা রুট’ নামে একটি বিশেষ হজ কর্মসূচির আওতায় তাঁরা সম্প্রতি সৌদি আরবে পৌঁছান। এই কর্মসূচির মাধ্যমে ইন্দোনেশিয়াসহ নির্দিষ্ট কিছু দেশের হজযাত্রীরা নিজ দেশেই ভিসা, পাসপোর্ট ও স্বাস্থ্য পরীক্ষাসহ যাবতীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন করার সুযোগ পান।
লেগিমান আবেগাপ্লুত হয়ে বলেন, “আমি এখনও বিশ্বাস করতে পারছি না যে নিজের চোখে পবিত্র কাবা দেখতে পেলাম। আল্লাহর শুকরিয়া আদায় করছি, আর ধন্যবাদ জানাচ্ছি ‘মক্কা রুট’-এর সব আয়োজকদের।”
তিনি আরও জানান, “১৯৮৬ সাল থেকে আমি ও আমার স্ত্রী অল্প আয়ে সংসার চালিয়ে সঞ্চয় করা শুরু করি। তখন জীবন খুব কঠিন ছিল, তবু আমরা আশার আলো ধরে রেখেছিলাম।”
হাজি লেগিমান ও তাঁর স্ত্রীর এই অনুকরণীয় উদাহরণ শুধু ইন্দোনেশিয়াতেই নয়, বিশ্ব মুসলিম সমাজেও প্রশংসিত হয়েছে। অনেকে তাঁদের জন্য দোয়া করছেন, যেন তাঁরা সুস্থভাবে হজ পালন শেষে নিরাপদে নিজ দেশে ফিরে যেতে পারেন।
উল্লেখ্য, ইসলাম ধর্ম অনুযায়ী, শারীরিক ও আর্থিকভাবে সক্ষম মুসলমানদের জীবনে অন্তত একবার হজ পালন ফরজ। বিশ্বের বৃহত্তম মুসলিম জনসংখ্যার দেশ ইন্দোনেশিয়া থেকে এ বছর প্রায় ২ লাখ ২১ হাজার মানুষ পবিত্র হজ পালনে গেছেন।
Leave a Reply