গাজীপুরের কালিয়াকৈর থেকে ঢাকায় এসে নিখোঁজ হয়েছেন দৈনিক কালবেলা-এর কালিয়াকৈর উপজেলা প্রতিনিধি ও স্থানীয় শাহীন স্কুলের পরিচালক মনিরুজ্জামান (৩৩)। গত ২০ মে বাসা থেকে বের হওয়ার পর থেকে তার কোনো খোঁজ মেলেনি। এ ঘটনায় তার স্ত্রী সালমা আক্তার বুধবার (২১ মে) কালিয়াকৈর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।
পুলিশ জানায়, মনিরুজ্জামান ঢাকায় পৌঁছানোর পর থেকে নিখোঁজ রয়েছেন। তাকে উদ্ধারে তৎপরতা চালানো হচ্ছে।
সিপিইসিতে যুক্ত হচ্ছে আফগানিস্তান-চীন-পাকিস্তান
জিডি সূত্রে জানা গেছে, ২০ মে সকাল ৭টায় মনিরুজ্জামান তার সহকর্মী আব্দুল্লাহ আল মামুন ও অজ্ঞাতপরিচয় একজন ব্যক্তিসহ ঢাকায় যাওয়ার উদ্দেশ্যে নিরঞ্জন সরকারের মালিকানাধীন একটি বেনসন রঙের প্রাইভেটকার ভাড়া নেন। নিরঞ্জন সরকার নিজেই গাড়িটি চালিয়ে শাহীন স্কুলের গেট থেকে তিনজনকে ঢাকার উদ্দেশে রওনা দেন।
বিকেল ৫টার দিকে মনিরুজ্জামান তার স্ত্রীকে মোবাইল ফোনে জানান, তিনি তখন ঢাকায় অবস্থান করছেন। ওই সময় মনিরুজ্জামানের ভাইয়ের সঙ্গে নিরঞ্জন সরকারের কথাও হয়। এরপর থেকে তাদের মোবাইল ফোন বন্ধ পাওয়া যায় এবং তারা কেউ আর ফিরে আসেননি।
বুধবার বিকেল পর্যন্ত খোঁজাখুঁজির পরও মনিরুজ্জামান, নিরঞ্জন সরকার, আব্দুল্লাহ আল মামুন এবং তাদের বহনকারী প্রাইভেটকারের কোনো সন্ধান মেলেনি।
কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিয়াদ মাহমুদ বলেন, “সাংবাদিক মনিরুজ্জামান ঢাকায় নিখোঁজ হয়েছেন। তার অবস্থান শনাক্ত ও উদ্ধারে পুলিশ সক্রিয়ভাবে কাজ করছে।”
Leave a Reply