পররাষ্ট্র সচিব জসীম উদ্দিন নিজ থেকেই দায়িত্ব থেকে সরে দাঁড়াতে চান বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন।
বুধবার (২১ মে) বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে তিনি বলেন, “পররাষ্ট্র সচিব জসীম উদ্দিন নিজেই দায়িত্ব ছাড়তে আগ্রহী। তার দায়িত্বে পরিবর্তন আসছে এবং দু-এক দিনের মধ্যেই তিনি দায়িত্ব থেকে সরে যাবেন। নতুন পররাষ্ট্র সচিবও শিগগিরই চূড়ান্ত হবে।”
টিসিবির পণ্য বিক্রি শুরু ২২ মে,বাড়ল তেল-ডাল-চিনির দাম
এ সময় তিনি আরও জানান, প্রতিমন্ত্রীর মর্যাদায় প্রধান উপদেষ্টার পররাষ্ট্র বিষয়ক বিশেষ সহকারী সুফিউর রহমানের দায়িত্বেও পরিবর্তন আসতে পারে।
পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, ভারপ্রাপ্ত সচিব হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন মো. নজরুল ইসলাম, যিনি এর আগে বাহরাইনে বাংলাদেশের রাষ্ট্রদূত ছিলেন।
জানা গেছে, বর্তমান পররাষ্ট্র সচিব জসীম উদ্দিন শিগগিরই কয়েক মাসের জন্য ছুটিতে যাচ্ছেন এবং পরে উত্তর আমেরিকার কোনো মিশনে রাষ্ট্রদূত হিসেবে যোগ দিতে পারেন।
Leave a Reply