ঈদের আগে দেশের দোকান ও রিটেইল কর্মচারীদের বেতন-বোনাস পরিশোধ না করলে প্রধান উপদেষ্টা কার্যালয় (যমুনা) অভিমুখে পদযাত্রার হুঁশিয়ারি দিয়েছে জাতীয় দোকান কর্মচারী ফেডারেশন। শুক্রবার সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত এক সমাবেশে এই ঘোষণা দেন সংগঠনের নেতারা।
নেতারা জানান, সারাদেশে প্রায় ৬০ লক্ষাধিক কর্মচারী দোকান, শপিংমল, চেইনশপ, ডিপার্টমেন্টাল স্টোর, রিটেইলশপ, হোলসেল, ইলেকট্রিক দোকান, সেলুন, বিউটি পার্লার ও ওষুধের দোকানে কর্মরত। ঈদকে কেন্দ্র করে এসব কর্মচারী সাপ্তাহিক ছুটি ছাড়া দীর্ঘ সময় কাজ করলেও, অধিকাংশ ক্ষেত্রে তারা ঈদ বোনাস ও নিয়মিত বেতন-ভাতা থেকে বঞ্চিত থাকেন।
“জুলাই অভ্যুত্থানের পর বৃহস্পতিবার রাত ছিল অন্যতম কঠিন”—ডা.তাসনিম জারা
বক্তারা বলেন, “যেখানে দোকানদারদের মুনাফা ঈদের সময়ে বহুগুণ বেড়ে যায়, সেখানে কর্মচারীরা ন্যায্য অধিকার পায় না—এটা চরম অবিচার।”
সমাবেশ শেষে জাতীয় প্রেসক্লাব এলাকায় একটি ঈদ বোনাস দাবিতে র্যালি অনুষ্ঠিত হয়।
Leave a Reply