অন্তর্বর্তী সরকারের সম্ভাব্য নির্বাচনের সময়সূচি ঘোষিত হলেও একাধিক গুরুত্বপূর্ণ দায়িত্ব পালনে সরকারের সামনে বিভিন্ন প্রতিবন্ধকতা রয়েছে বলে মন্তব্য করেছেন বন ও পরিবেশ উপদেষ্টা রিজওয়ানা হাসান। শুক্রবার (২৩ মে) সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
রিজওয়ানা হাসান বলেন, “অন্তর্বর্তী সরকার শুধু নির্বাচন পরিচালনার জন্য আসেনি। সরকারপ্রধান জানিয়েছেন, ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচন অনুষ্ঠিত হবে। এই সময়সীমার বাইরে যাওয়ার সুযোগ নেই।”
ড.ইউনূস ব্যক্তিমাত্র নন,তিনি ১৮ কোটির প্রতিনিধিত্ব করেন: জয়নুল আবদিন ফারুক
অনুষ্ঠানে পরিবেশ সংরক্ষণ বিষয়ে বক্তব্য রাখতে গিয়ে তিনি জানান, ঢাকার চারটি নদী—বুড়িগঙ্গা, তুরাগ, বালু ও শীতলক্ষ্যা—দূষণমুক্ত করতে বিশ্ব ব্যাংক ও এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) সঙ্গে চুক্তি স্বাক্ষরিত হয়েছে। চুক্তির বাস্তবায়ন শুরু হবে তুরাগ নদী পুনরুদ্ধার কার্যক্রমের মাধ্যমে।
এছাড়া তিনি জানান, টাঙ্গাইলের মধুপুর এলাকায় গারো সম্প্রদায়ের বিরুদ্ধে বন বিভাগের করা মামলা প্রত্যাহারের প্রক্রিয়া শুরু হয়েছে। পাশাপাশি, গারোদের ভূমি সংক্রান্ত জটিলতা নিরসনের উদ্যোগ নেওয়া হয়েছে।
রিজওয়ানা হাসান আরও জানান, আগামী ২৪ মে মধুপুর অঞ্চলের সীমানা নির্ধারণের কাজ শুরু হবে।
Leave a Reply