বর্তমানে ফেসবুককে অনেকেই কেবল সময় কাটানোর একটি মাধ্যম হিসেবে দেখেন। স্ট্যাটাস দেয়া, ছবি আপলোড, রিল ভিডিও দেখা বা কমেন্ট-লাইকেই সীমাবদ্ধ থাকে ব্যবহার। কিন্তু একটু চিন্তা করে, কৌশলগতভাবে ফেসবুককে কাজে লাগাতে পারলে এটি হয়ে উঠতে পারে আয় করার এক অসাধারণ প্ল্যাটফর্ম। বাস্তব উদাহরণ বলছে—ফেসবুকের সঠিক ব্যবহারে অনেকেই অল্প সময়ে হয়ে উঠেছেন কোটিপতি।
ফেসবুকে এখন কোটি কোটি মানুষ প্রতিদিন সক্রিয়। এই প্ল্যাটফর্মে যদি আপনি আপনার পণ্য, পরিষেবা বা দক্ষতাকে তুলে ধরতে পারেন, তাহলে সহজেই পৌঁছাতে পারবেন লাখ লাখ সম্ভাব্য ক্রেতার কাছে। ফেসবুক পেজ, গ্রুপ এবং মার্কেটপ্লেস ব্যবহারের মাধ্যমে আপনি বাড়িয়ে তুলতে পারেন আপনার ব্র্যান্ড ভ্যালু এবং বিক্রির পরিমাণ।
বর্তমানে ডিজিটাল মার্কেটিংয়ের সবচেয়ে শক্তিশালী মাধ্যমগুলোর একটি হলো ফেসবুক। অল্প খরচে নির্দিষ্ট টার্গেটেড অডিয়েন্সের কাছে পৌঁছানোর সুযোগ দেয় এর বিজ্ঞাপন ব্যবস্থা। তরুণ উদ্যোক্তারা ফেসবুক অ্যাডস ব্যবহার করে পণ্য প্রচারে বিপ্লব ঘটাচ্ছেন। গ্রামাঞ্চলের অনেক ছোট ব্যবসায়ীও এখন ফেসবুক পেজ খুলে লাখ টাকা আয় করছেন।
হৃদয়ের কথা সুরে বোনা শিল্প
অনলাইনে কনটেন্ট ক্রিয়েটর, কোচিং সার্ভিস, অনলাইন কোর্স বিক্রি, ই-বুক কিংবা ডিজিটাল পণ্য সরবরাহের মাধ্যমে অসংখ্য মানুষ ফেসবুকে ক্যারিয়ার গড়ছেন। কেউ ঘরে বসে রান্না শিখিয়ে আয় করছেন, কেউ আবার ফ্যাশন বা মেকআপ টিউটোরিয়াল দিয়ে গড়ে তুলেছেন লাখো ভক্তের কমিউনিটি।
রাজশাহীর তরুণ আশিক হাসান ফেসবুক পেজ খুলে ফাস্টফুড ডেলিভারির কাজ শুরু করেন। প্রথমে ছোট পরিসরে কাজ শুরু করলেও এখন তার অনলাইন ব্যবসা থেকে মাসে আয় করেন প্রায় ৫ লাখ টাকা। এমন উদাহরণ দেশের নানা প্রান্তে ছড়িয়ে আছে।
ফেসবুক যদি শুধু স্ক্রল করে সময় নষ্ট করার মাধ্যম হয়, তাহলে সেটা ক্ষতির কারণ হতে পারে। কিন্তু যদি এটিকে সঠিকভাবে ব্যবহার করা যায়, তাহলে ফেসবুক হতে পারে আপনার জীবনের মোড় ঘুরিয়ে দেয়ার চাবিকাঠি। প্রয়োজন শুধু লক্ষ্য ঠিক রাখা, পরিকল্পনা ও সময় ব্যবস্থাপনার।
Leave a Reply