মানিকগঞ্জের শিবালয় উপজেলায় যুবদলের এক সক্রিয় কর্মী সেলিম সরদারের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২৫ মে) বিকেলে উপজেলার উথলী-জাফরগঞ্জ আঞ্চলিক মহাসড়কের উথলী স্পোর্টিং ক্লাবের সামনে এই কর্মসূচির আয়োজন করেন উথলী এলাকাবাসী।
শিবালয়ে ভূমি মেলা ২০২৫ উপলক্ষে র্যালি ও সচেতনতামূলক সভা অনুষ্ঠিত
মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশে সভাপতিত্ব করেন উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি জাহিদুর রহমান। উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আলম, উথলী ইউনিয়ন যুবদলের আহ্বায়ক মো. মনিরুজ্জামান (টুটুল) সরকারসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং স্থানীয় এলাকাবাসী।
বক্তারা দ্রুত সময়ের মধ্যে হামলাকারীদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
প্রসঙ্গত, গত ২৪ মে সকালে বারাদিয়া বাজারে মুরগি কেনা-বেচাকে কেন্দ্র করে যুবদল কর্মী সেলিম সরদারের উপর হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় সেলিমের ভাই শিবালয় থানায় তিনজনের নাম উল্লেখ করে ও অজ্ঞাতনামা আরও তিন-চারজনকে আসামি করে একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
Leave a Reply