“নিয়মিত ভূমি কর পরিশোধ করি, নিজের ভূমিকে সুরক্ষিত রাখি”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে মানিকগঞ্জের শিবালয় উপজেলায় পালিত হয়েছে ভূমি মেলা ২০২৫। রবিবার (২৫ মে) সকাল ১১টায় উপজেলা চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়। র্যালি শেষে উপজেলা অডিটোরিয়াম হলে অনুষ্ঠিত হয় এক সচেতনতামূলক সভা।
সভায় সভাপতিত্ব করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রিফাত নূর মৌসুমী। প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা নির্বাহী অফিসার মো: জাকির হোসেন।
আজ প্রধান উপদেষ্টা বিএনপি ও জামায়াতের সাথে বৈঠকে বসবেন
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন শিবালয় প্রেসক্লাবের সভাপতি মো: রফিকুল ইসলাম, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো: নাসির উদ্দিন, সভাপতি রহমত আলী লাভলু ব্যাপারী, মানিকগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সত্যেন কান্ত পন্ডিত ভজন, বিভিন্ন ইউনিয়নের ইউপি সদস্য, গ্রাম পুলিশ, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ।
বক্তারা ভূমি ব্যবস্থাপনার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন এবং ভূমি অফিসে সাধারণ মানুষের জন্য বিদ্যমান বিভিন্ন সেবা নিয়ে সচেতনতা সৃষ্টি করেন। ভূমি কর পরিশোধের গুরুত্ব, নামজারি, খতিয়ান ও অন্যান্য সেবাসমূহ সহজে পাওয়ার উপায় নিয়ে আলোচনা হয় সভায়।
Leave a Reply