সরকারি চাকরি (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫-এ চার ধরনের অপরাধের জন্য সরকারি কর্মচারীদের বিরুদ্ধে কঠোর শাস্তির বিধান রাখা হয়েছে। এসব অপরাধ হলো—(১) অননুগত্য বা শৃঙ্খলা ভঙ্গ, (২) কর্মস্থলে অনুপস্থিতি বা দায়িত্বে গাফিলতি, (৩) অন্যদের উসকানি দেওয়া বা কর্তব্য থেকে বিরত রাখার চেষ্টা এবং (৪) অন্যদের কর্তব্য পালনে বাধা দেওয়া।
এই অপরাধগুলোর জন্য সংশ্লিষ্ট কর্মচারীকে নিম্ন পদে অবনমিতকরণ, চাকরি থেকে অপসারণ কিংবা বরখাস্ত করার ক্ষমতা দেওয়া হয়েছে সংশোধিত অধ্যাদেশে।
সিন্ধু পানি চুক্তি স্থগিতের সিদ্ধান্ত আন্তর্জাতিক আইন লঙ্ঘন
রোববার (২৫ মে) আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগ থেকে এ অধ্যাদেশ জারি করা হয়।
এদিকে সরকারি চাকরি সংশোধনের প্রতিবাদে টানা দ্বিতীয় দিনের মতো সচিবালয়ে বিক্ষোভ করেন সরকারি কর্মকর্তা-কর্মচারীরা। রোববার সকাল সাড়ে ৯টা থেকে সচিবালয়ের ৬ নম্বর ভবনের সামনে জড়ো হয়ে বিক্ষোভে অংশ নেন কয়েকশ কর্মকর্তা-কর্মচারী। পরে তারা সচিবালয়ের ভেতরেও অবস্থান নিয়ে আন্দোলন চালিয়ে যান।
কর্মচারীদের চলমান আন্দোলনের মধ্যেই সরকার এ অধ্যাদেশ জারি করায় বিষয়টি নিয়ে বিভিন্ন মহলে আলোচনা চলছে।
Leave a Reply