একাত্তরের মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াতে ইসলামীর নেতা এ টি এম আজহারুল ইসলাম আপিল বিভাগে খালাস পাওয়ার পর বুধবার (২৮ মে) সকালে মুক্তি পাচ্ছেন। মঙ্গলবার রাতে দলটির সহকারী সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় মিডিয়া ও প্রচার বিভাগের প্রধান এহসানুল মাহবুব জুবায়ের সংবাদমাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, সকাল সাড়ে ৯টায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) প্রিজন সেল থেকে আজহারুল ইসলাম মুক্তি পাবেন। এ সময় বাংলাদেশ জামায়াতে ইসলামীর পক্ষ থেকে তাকে আন্তরিক শুভেচ্ছা ও অভ্যর্থনা জানানো হবে।
সৌদি আরবে জিলহজের চাঁদ দেখা গেছে,৬ জুন ঈদুল আজহা
প্রসঙ্গত, মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত কোনো ব্যক্তির রিভিউ আবেদনের পর আপিল বিভাগের মাধ্যমে এই প্রথম কেউ খালাস পেলেন।
এর আগে, ২০১৪ সালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল যে রায় দিয়ে এ টি এম আজহারুল ইসলামের মৃত্যুদণ্ডাদেশ দেন, তা বাতিল করে মঙ্গলবার আপিল বিভাগের সাত বিচারপতির পূর্ণাঙ্গ বেঞ্চ নতুন রায় ঘোষণা করেন। বেঞ্চের নেতৃত্বে ছিলেন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ। গত ৮ মে শুনানি শেষে এই দিন রায়ের জন্য নির্ধারণ করা হয়।
রায়ে আদালত বলেন, অন্য কোনো মামলায় গ্রেপ্তার দেখানো না থাকলে আজহারুল ইসলামকে অবিলম্বে মুক্তি দিতে হবে।