সৌদি আরবে পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। মঙ্গলবার (২৭ মে) সন্ধ্যায় দেশটির আকাশে চাঁদ দেখা যাওয়ার পর সৌদি সুপ্রিম কোর্ট এ ঘোষণা দেয়। এর ফলে বুধবার (২৮ মে) থেকে হিজরি ১৪৪৬ সনের জিলহজ মাস গণনা শুরু হবে।
এই হিসেব অনুযায়ী, জিলহজের ৯ তারিখ অর্থাৎ ৫ জুন (বৃহস্পতিবার) পবিত্র হজ অনুষ্ঠিত হবে এবং পরদিন ৬ জুন (শুক্রবার) সৌদি আরবে ঈদুল আজহা উদযাপিত হবে।
সরকারি চাকরিতে শৃঙ্খলাভঙ্গের চার অপরাধে কঠোর শাস্তির বিধান রেখে‘অধ্যাদেশ, ২০২৫’ জারি
দুবাইভিত্তিক সংবাদমাধ্যম গালফ নিউজ জানিয়েছে, মধ্যপ্রাচ্যের আকাশেও চাঁদ দেখা গেছে। তাই ২৮ মে থেকেই শুরু হচ্ছে হজ মৌসুম। ইসলামী শরিয়ত অনুযায়ী, জিলহজ মাসের ১০ তারিখে ঈদুল আজহা উদযাপিত হয়।
এদিকে, বাংলাদেশে ঈদুল আজহার তারিখ নির্ধারণে জাতীয় চাঁদ দেখা কমিটির সভা আহ্বান করা হয়েছে বুধবার (২৮ মে)। চাঁদ দেখা সাপেক্ষে দেশে ঈদুল আজহা ৭ অথবা ৮ জুন হতে পারে।
Leave a Reply