দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে চালু হতে যাচ্ছে বিশ্বের অন্যতম জনপ্রিয় ডিজিটাল পেমেন্ট সেবা গুগল পে (Google Pay)। আগামী এক মাসের মধ্যেই দেশের ডিজিটাল লেনদেন ব্যবস্থায় এ সেবা কার্যক্রম শুরু করবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার মন্ত্রণালয় ও যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া।
বুধবার (২৮ মে) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ তথ্য জানান।
আগামী বছরের জুনের মধ্যে সাধারণ নির্বাচন আয়োজনের অঙ্গীকার: জাপানে ড.ইউনূস
তিনি বলেন, “দীর্ঘদিনের প্রস্তুতি ও আলোচনা শেষে অবশেষে বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে গুগল পে চালু হতে যাচ্ছে। আগামী এক মাসের মধ্যেই এটি ব্যবহারযোগ্য হবে।”
প্রথম টি-টোয়েন্টিতে টস জিতে ব্যাটিংয়ে পাকিস্তান
গুগল পে চালুর ফলে দেশের স্মার্টফোন ব্যবহারকারীরা তাদের মোবাইল ডিভাইসকেই একটি পূর্ণাঙ্গ ডিজিটাল ওয়ালেট হিসেবে ব্যবহার করতে পারবেন। এতে করে আলাদাভাবে ডেবিট বা ক্রেডিট কার্ড বহনের প্রয়োজন অনেকাংশে কমে আসবে। পাশাপাশি নিরাপদ ও সহজ লেনদেন নিশ্চিত করবে এ আধুনিক প্রযুক্তি।
এই উদ্যোগ ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে আরেকটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে বিবেচিত হচ্ছে।
Leave a Reply