ঢাকায় নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুকের সঙ্গে সাক্ষাৎ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক মো. নাহিদ ইসলাম এবং জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব ডা. তাসনিম জারা।
দেশের সকল জুয়েলারি দোকান অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা
বুধবার (২৮ মে) এ বৈঠক অনুষ্ঠিত হয়। ব্রিটিশ হাইকমিশন থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার রাজনৈতিক দলগুলোর সঙ্গে ধারাবাহিক সংলাপের অংশ হিসেবে এনসিপি নেতাদের সঙ্গে এ বৈঠক করেন।
প্রথম টি-টোয়েন্টিতে সালমান আগার ঝলক,২০২ রানের টার্গের বাংলাদেশের
বৈঠকে যুক্তরাজ্যের পক্ষ থেকে বাংলাদেশকে অব্যাহত সমর্থনের কথা পুনর্ব্যক্ত করা হয়। পাশাপাশি একটি গণতান্ত্রিক, অন্তর্ভুক্তিমূলক ও সমৃদ্ধ ভবিষ্যতের লক্ষ্যে দুই দেশের সহযোগিতার বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়।
Leave a Reply