ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সাম্প্রতিক জিঙ্গোইস্টিক (আগ্রাসী জাতীয়তাবাদমূলক) মন্তব্যের তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে পাকিস্তান। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় এক আনুষ্ঠানিক বিবৃতিতে ভারতের পররাষ্ট্রনীতি ও সাম্প্রতিক বক্তব্যকে ‘উস্কানিমূলক ও দুঃখজনক’ আখ্যা দিয়েছে।
বুধবার (২৮ মে) ইসলামাবাদ থেকে প্রকাশিত এই বিবৃতিতে বলা হয়, মোদির বক্তব্য একদিকে যেমন হতাশাজনক, তেমনি তা পুরোপুরি অপ্রত্যাশিতও নয়। পাকিস্তান বলেছে, “ভারতীয় প্রধানমন্ত্রী আবারও একটি উস্কানিমূলক বক্তৃতা দিয়েছেন, যা দুই দেশের মধ্যে বিদ্যমান উত্তেজনাকে আরও বাড়িয়ে তুলতে পারে।”
বিবৃতিতে ধর্মীয় সংখ্যালঘুদের ওপর নিপীড়ন, জম্মু ও কাশ্মির পরিস্থিতি এবং সীমান্তে সহিংসতার প্রসঙ্গ উল্লেখ করে ভারতকে ‘দখলদার ও ধ্বংসযজ্ঞের মূল উৎস’ হিসেবে চিহ্নিত করা হয়েছে।
এছাড়া, পানি সম্পদকে রাজনৈতিক অস্ত্র হিসেবে ব্যবহারের অভিযোগও তোলা হয়েছে ভারতের বিরুদ্ধে। পাকিস্তান বলছে, “চুক্তিবদ্ধ প্রাকৃতিক সম্পদের অসম বণ্টন দুই দেশের সম্পর্ক উন্নয়নে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে।”
বিবৃতিতে আরও বলা হয়, “যে নেতৃত্ব সত্যিই আন্তর্জাতিক মর্যাদা অর্জন করতে চায়, তাকে আগে আত্মসমালোচনার মাধ্যমে নিজের অবস্থান পর্যালোচনা করতে হবে। অন্যদের হুমকি দেওয়ার আগে নিজের বিবেক পরিষ্কার করা জরুরি।”
পাকিস্তান অভিযোগ করেছে, ভারত সরকার একদিকে সীমান্ত হত্যা ও বিদেশি ভূখণ্ড দখলে জড়িত, অন্যদিকে নিজেদের ভুক্তভোগী হিসেবে উপস্থাপন করতে চাচ্ছে, যা বাস্তবতা থেকে দূরে।
Leave a Reply