এই ঈদে সিএমভি’র ব্যানারে মুক্তি পেতে যাচ্ছে বিশেষ নাটক ‘চুপকথা’। নাটকটিতে অভিনয় করেছেন সময়ের জনপ্রিয় দুই অভিনয়শিল্পী তৌসিফ মাহবুব ও নাজনীন নিহা। গীতিকবি মহসীন মেহেদীর মৌলিক গল্পে নির্মিত এই নাটকের চিত্রনাট্য ও সংলাপ রচনা করেছেন নির্মাতা উজ্জ্বল নিজেই। সিনেমাটোগ্রাফিতে ছিলেন হৃদয় সরকার।
নাটকটির গল্প এক ভিন্নধর্মী প্রেমকাহিনি, যেখানে উঠে এসেছে সমাজের উচ্চবিত্ত শ্রেণির প্রেম, প্রকৃতি ও সামাজিক বাস্তবতা। নির্মাতা উজ্জ্বলের ভাষায়, “গল্পটা প্রেমের, তবে তাতে সমাজের নানা প্রসঙ্গও এসেছে। আমি সবসময় নির্মাণে সামাজিক দায়বদ্ধতার দিকটি মাথায় রাখি। এবারও সেটিই করেছি। বরং নাটক বানাতে গিয়ে মনে হচ্ছে একটা সিনেমাই বানিয়ে ফেলেছি।”
ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে এনসিপি নেতাদের বৈঠক
নাটকটির শুটিং হয়েছে শ্রীমঙ্গল, জাফলং, গাজীপুর এবং ঢাকায়—বড় আয়োজনে। শুটিং শেষ হয়েছে ২৭ মে।
এছাড়া সিএমভি’র ঈদ আয়োজনে থাকছে আরও প্রায় এক ডজন বিশেষ নাটক, যা চাঁদরাত থেকে ধারাবাহিকভাবে প্রকাশ পাবে সিএমভি’র ইউটিউব চ্যানেলে।
তালিকায় আরেকটি উল্লেখযোগ্য নাটক হলো ‘মন মঞ্জিল’, যার চিত্রনাট্য ও পরিচালনায় আছেন হাসিব হোসাইন রাখি।
বিএনপি এজেন্ট নয়,গণতন্ত্রের পক্ষে লড়ছে: সালাহউদ্দিন আহমদ
এই নাটকে দেখা যাবে সূর্য, এক অনাথ ছেলে, যিনি বন্দরের অপরাধ জগতে বড় ভাইয়ের ছত্রছায়ায় বেড়ে ওঠেন। একদিন আহত অবস্থায় হাসপাতালে গেলে তার সঙ্গে দেখা হয় তারা নামের এক মেয়ের, যিনি একজন সাংবাদিক ও নার্স। তারার আগমনে সূর্যের জীবনে আসে নতুন আলো ও আশা।
এখানে সূর্য চরিত্রে অভিনয় করেছেন তৌসিফ মাহবুব এবং তারা চরিত্রে তটিনী। আরও বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন শতাব্দী ওয়াদুদ, সুমন পাটওয়ারী, ইমেল হক প্রমুখ।
Leave a Reply