৪৪ বছর আগে এক রক্তাক্ত মে মাসে বাংলাদেশের ইতিহাসে ঘটে গিয়েছিল এক গভীর ট্র্যাজেডি। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে এবারও বিএনপি আয়োজিত আলোচনা সভায় ফিরে এলো সেই বেদনাবিধুর স্মৃতিচারণ। সভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে দলীয় চেয়ারপারসন খালেদা জিয়া আবারও গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার প্রত্যাশা ব্যক্ত করেছেন।
হাতিয়ায় বৈরী আবহাওয়া:নৌ যোগাযোগ বন্ধ,চরম দুর্ভোগে সাধারণ মানুষ
রমনার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে আয়োজিত এই সভায় গুলশানের বাসভবন ‘ফিরোজা’ থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে খালেদা জিয়া বলেন, “যে গণতন্ত্র প্রতিষ্ঠা আর সার্বভৌমত্ব রক্ষার লড়াইয়ে শহীদ জিয়া জীবন উৎসর্গ করেছিলেন, সেই গণতন্ত্র আজও বারবার বাধাগ্রস্ত হচ্ছে।”
শহীদ জিয়ার স্মৃতিচারণ করতে গিয়ে তিনি আরও বলেন, “প্রতি বছর মে মাসের এই দিনটি আমাদের পরিবারে আসে এক বেদনাবিধুর স্মৃতি নিয়ে। এদিনে শুধু আমাদের পরিবার নয়, বরং সমগ্র দেশই হয়ে উঠেছিল বেদনার্ত ও অভিভাবকহীন।”
এদিন খালেদা জিয়া তার বক্তব্যে শহীদ জিয়ার রাষ্ট্রনায়কসুলভ দূরদর্শিতা ও অবদানের স্মরণ করে বলেন, “যে চট্টগ্রাম থেকে স্বাধীনতার ঘোষণা করে তিনি এ দেশের সাথে নিজের নাম অবিচ্ছেদ্য করেছিলেন, সেখানেই তিনি নিজের জীবন উৎসর্গ করেন। গণতন্ত্র, স্বাধীনতা, সংবাদপত্র ও বিচার বিভাগের স্বাধীনতা, স্বনির্ভরতা, উন্নয়ন এবং নিজস্ব জাতীয়তাবাদ সৃষ্টির একজন অন্যতম রূপকার তিনি।”
খালেদা জিয়া দলের নেতা-কর্মী ও দেশবাসীর প্রতি গণতান্ত্রিক আন্দোলনে ‘সুশৃঙ্খলভাবে এগিয়ে চলার’ আহ্বান জানান। তিনি বলেন, “মনে রাখতে হবে, শহীদ জিয়া যে গণতন্ত্র ও উন্নয়নের রাজনীতি আমাদের জন্য রেখে গেছেন, সেটাই তার প্রতি প্রকৃত শ্রদ্ধা। সেই আদর্শ বাস্তবায়ন করলেই আমরা তার আত্মার মাগফিরাত কামনা করতে পারি।”
আলোচনা সভার প্রধান আলোচক হিসেবে যুক্ত হন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, লন্ডন থেকে ভার্চুয়ালি। সভাপতিত্ব করেন ব্যাংককে চিকিৎসাধীন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
আদালতে হাজির হননি মডেল মেঘনা আলম,জামিন বহাল
সভায় আরও বক্তব্য রাখেন দলের স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক খন্দকার মোশাররফ হোসেন, আবদুল মঈন খান, ইকবাল হাসান মাহমুদ টুকু, হাফিজ উদ্দিন আহমেদ, জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু এবং শিক্ষাবিদ অধ্যাপক মাহবুব উল্লাহ ও অধ্যাপক কামরুল আহসান।
অনুষ্ঠানজুড়ে শহীদ জিয়ার কর্মজীবন, তার আদর্শ ও রাজনৈতিক দর্শনের নানা দিক আলোচনায় উঠে আসে। বিএনপির নেতা-কর্মীদের কণ্ঠে ফুটে ওঠে প্রত্যয়—দেশে গণতন্ত্রের পূর্ণাঙ্গ ফিরে আসার দিন খুব দূরে নয়।
Leave a Reply