অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ আগামী ২ জুন ২০২৫-২৬ অর্থবছরের জাতীয় বাজেট উপস্থাপন করবেন। ওইদিন বিকেল ৪টায় বাজেট বক্তৃতা ধারণকৃত形式ে বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) ও বাংলাদেশ বেতারে সম্প্রচার করা হবে।
বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর নিম্নচাপ উপকূল অতিক্রম শুরু করেছে,জলোচ্ছ্বাস ও ঝোড়ো হাওয়ার আশঙ্কা
বৃহস্পতিবার (২৯ মে) তথ্য অধিদফতরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, ড. সালেহউদ্দিন আহমেদ জাতির উদ্দেশে ২০২৫-২৬ অর্থবছরের বাজেট উপস্থাপন করবেন, যা বাংলাদেশ টেলিভিশনের মাধ্যমে প্রচারিত হবে।
এছাড়া অন্যান্য বেসরকারি টেলিভিশন ও বেতার মাধ্যমসমূহকে বিটিভি থেকে ‘ফিড’ নিয়ে একযোগে বাজেট বক্তৃতা সম্প্রচারের অনুরোধ জানানো হয়েছে।
সীমান্তে পুশইন চক্রান্তমূলক:সারজিস আলম
উল্লেখ্য, সর্বশেষ ২০০৮-০৯ অর্থবছরের বাজেট ঘোষণা করা হয়েছিল সংসদের বাইরে, সেনা নিয়ন্ত্রিত তত্ত্বাবধায়ক সরকারের সময়ে। এবারও সংসদের বাইরে বাজেট উপস্থাপনের এই রীতি পুনরাবৃত্তি হতে যাচ্ছে।
Leave a Reply