দক্ষিণ কোরিয়ায় নৌবাহিনীর একটি সামরিক বিমান বিধ্বস্ত হয়ে চার নৌ-কর্মকর্তা নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২৯ মে) দেশটির দক্ষিণ-পূর্বাঞ্চলীয় শহর পোহাংয়ের একটি পাহাড়ে এ দুর্ঘটনা ঘটে। খবর ইয়োনহাপ নিউজ এজেন্সির।
পাওয়ান কল্যাণের ‘উস্তাদ ভগত সিং’-এ শ্রীলীলা,জুনে শুরু শুটিং
দুপুর ১টা ৪৩ মিনিটে প্রশিক্ষণ মিশনের উদ্দেশ্যে পোহাংয়ের একটি বিমান ঘাঁটি থেকে উড্ডয়ন করে পি-৩ মেরিটাইম প্যাট্রোল বিমানটি। ছয় মিনিট পর, দুপুর ১টা ৪৯ মিনিটে, এটি কাছাকাছি একটি পাহাড়ি এলাকায় বিধ্বস্ত হয়।
বিমানটিতে চারজন আরোহী ছিলেন—দুজন কমিশন্ড অফিসার এবং দুজন নন-কমিশন্ড অফিসার। তারা সবাই ঘটনাস্থলেই নিহত হন। তাদের মরদেহ উদ্ধার করা হয়েছে, তবে এখনো পর্যন্ত পরিচয় নিশ্চিত করা যায়নি।
প্রত্যক্ষদর্শীরা জানান, দুর্ঘটনার সময় পাহাড় থেকে ধোঁয়া উঠতে দেখা যায় এবং বিকট বিস্ফোরণের শব্দ শোনা যায়।
নৌবাহিনী জানিয়েছে, বিমানটি সাধারণত জেজু দ্বীপে মোতায়েন থাকলেও প্রশিক্ষণের জন্য পোহাংয়ে আনা হয়েছিল। এ দুর্ঘটনার পর নৌবাহিনী পি-৩ বিমানের সব কার্যক্রম স্থগিত করেছে এবং তদন্তের জন্য একটি বিশেষ ইউনিট গঠন করেছে। তবে দুর্ঘটনায় কোনো বেসামরিক হতাহতের খবর পাওয়া যায়নি।
গজারিয়ার এসিল্যান্ড মামুন শরীফ বদলি,দুর্নীতির অভিযোগে চলছে তদন্ত
উল্লেখ্য, দক্ষিণ কোরিয়ার নৌবাহিনী বর্তমানে ১৬টি পি-৩ মেরিটাইম প্যাট্রোল বিমান পরিচালনা করে, যা সাবমেরিন শনাক্ত ও প্রতিরোধে ব্যবহৃত হয়। এদের মধ্যে আটটি ১৯৯৫ সালে মোতায়েন করা হয় এবং পরবর্তীতে কোরিয়া অ্যারোস্পেস ইন্ডাস্ট্রিজ লিমিটেডের মাধ্যমে সংস্কারকৃত আরও আটটি বিমান যুক্ত হয়। বৃহস্পতিবারের দুর্ঘটনাটি ছিল নৌবাহিনীর পি-৩ বিমানের প্রথম বড় ধরনের দুর্ঘটনা।
Leave a Reply