বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, একটি নির্বাচিত সরকার থাকলে জুলাই মাসের গণঅভ্যুত্থানে আহতদের চিকিৎসায় অবহেলা হতো না।
ড. সালেহউদ্দিন আহমেদ ২ জুন জাতীয় বাজেট উপস্থাপন করবেন
বৃহস্পতিবার (২৯ মে) রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আহতদের দেখতে গিয়ে তিনি এ মন্তব্য করেন। এ সময় তিনি অভ্যুত্থানে চোখ হারানো চার যুবকের সার্বিক খোঁজখবরও নেন।
শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি অভিযোগ করেন, আহতদের চিকিৎসায় সরকারের পক্ষ থেকে প্রয়োজনীয় আন্তরিকতা দেখা যাচ্ছে না। তিনি বলেন, “বিএনপি নির্বাচন চায় গণতন্ত্র পুনরুদ্ধারের স্বার্থে।” একইসঙ্গে, শেখ হাসিনার দ্রুত বিচার প্রক্রিয়া শুরুরও দাবি জানান তিনি।
এ সময় ‘আমরা বিএনপি পরিবার’-এর আহ্বায়ক আতিকুর রহমান রুমনসহ সংগঠনের অন্যান্য নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন।
ড. সালেহউদ্দিন আহমেদ ২ জুন জাতীয় বাজেট উপস্থাপন করবেন
উল্লেখ্য, গত রোববার (২৫ মে) জাতীয় চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় জুলাই মাসের গণঅভ্যুত্থানে আহত চারজন উন্নত চিকিৎসার দাবিতে বিষপান করেন। পরে তাদের শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
Leave a Reply